News Link: https://dailylalsobujbd.com/news/1TK
মাদারীপুরের শিবচর উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বিকাল ৪ টায় শিবচর উপজেলা বিএনপি'র আয়োজনে কলেজ মোড় পৌর বাস টার্মিনালে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি সহ-সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোঃ রোকন উদ্দিন মিয়া, শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহের গোমস্তা, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন শফিক, সহ-সভাপতি মো. মামুন গোমস্তা প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে শিবচর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।