News Link: https://dailylalsobujbd.com/news/1RX
নোয়াখালী কবিরহাট উপজেলায় তারুণ্যের মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত সাতটি স্টল নিয়ে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফরাজী বাজার তাজুল ইসলাম মডেল একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
স্কুল ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে মেলায় সাতটি স্টলের মাঝে রয়েছে "বাহারি পিঠা ঘর, মনে রেখো আমাদের ফুসকা হাউজ, ভুতুড়ে দাদীর ঝালমুড়ি ষ্টোর, স্টুডেন্ট ফাস্ট ফুড, পিঠ উৎসবে আলোর মেলা, পিঠা ঘর ও ইয়াং সাইন্সটিস্ট প্রজেক্ট সহ সাংস্কৃতিক মঞ্চ।
মেলাতে সকাল থেকে দেখা যায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ। হাসিখুশী ভাবে দিনটিকে আনন্দের মাধ্যমে কাটাতে এলাকার ছোট ছোট কোমলমতি শিশুদের রয়েছে উপস্থিতি।
মেলাটির সভাপতিত্ব করেন, তাজুল ইসলাম মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের ভূঁইয়া। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুজ্জামান বাবুল, নরোত্তমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির
সৌরভ হোসেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কবিরহাট উপজেলার প্রধান সমন্বয়ক আবদুল্যাহ আল,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজ উদ্দিন প্রমূখ।