News Link: https://dailylalsobujbd.com/news/1Rc
মাদারীপুর জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সেক্রেটারি জেনারেল তার বক্তব্যর মাঝে বলেন যে ভোট দিতে যেয়ে দেখি ভোট হয়ে গেছে। হাসিনা নির্বাচনের চার দিন পরেই জামাত শিবির কে নিষিদ্ধ করে দেয় কিন্তু আজ সে কোথায়?
জামায়াতে ইসলামী কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না, এখনো নেই। জামায়াতে ইসলামী সর্বদাই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন করেছে। কিন্ত শেখ হাসিনার সরকার গত ১৫ বছর আমাদের দলের নেতা-কর্মীদের ওপর যে অন্যায়-অত্যাচার ও দমন-পীড়ন করেছে, সেটা আর কোন দলের ওপর করা হয়নি। জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদেরও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে'।
সোমবার (১৩ জানুয়ারী) দুপুর ২টায় মাদারীপুর লেকপাড়, মুক্তমঞ্চে মাদারীপুর জেলা কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়।
মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সাবেক সংসদ সদস্য) সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাতে ইসলামী ও বিশেষ অতিথি এ এইচ এম হামিদুর রহমান আজাদ (সাবেক সংসদ সদস্য) সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আরও অনেক কেন্দ্রীয় নেতা কর্মীরা।
এসময়ে মাদারীপুর জেলার হাজার হাজার জামায়াতের নেতা কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন। তথন নেতারা বলেন যে এই প্রথম মাদারীপুরে খোলামেলা ভাবে হাজারো নেতা কর্মীদের নিয়ে সম্মেলনে করতে সক্ষম হয়েছি। এসব ই ছাত্র জনতার অবদান।