চট্টগ্রামের মিরসরাই পৌরসভায় সোমবার (১৩ জানুয়ারি) রাত ১১টায় বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় যুবদল কর্মী মো. মুন্না (২২) নিহত হয়েছেন, এবং আরও সাতজন আহত হয়েছেন।
মিরসরাই পৌরসভার উত্তর গোভানিয়া এলাকার আবদুল মান্নানের ছেলে মুন্না, সংঘর্ষের সময় গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। আহতদের মধ্যে মো. সজীব, মো. আরাফাত, আসিফ, হাসান, রাশেদ, রাহাত, এবং হৃদয় অন্তর্ভুক্ত।
সংঘর্ষের সময়, যুবদল ও বিএনপি অনুসারীরা শৃঙ্খলা রক্ষার কাজ করছিলেন। এ সময় যুবদলের এক দল নেতার অনুসারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এই হামলায় মুন্নার মৃত্যু এবং অন্যান্যদের আহত হওয়ার ঘটনা ঘটে।
উল্লিখিত বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল, পূর্বের ঘটনার জেরে সংঘর্ষে এক যুবক নিহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও, সংশ্লিষ্টদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।