News Link: https://dailylalsobujbd.com/news/1R0
আফগানিস্তানের তালেবান সরকারের শাসনকে বৈধতা না দিতে মুসলিম নেতাদেরকে আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই।
এসময় তিনি আরো বলেন, ‘তালেবান নারীদের মানুষ মনে করে না।’ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুসলিম দেশগুলোর মেয়েদের শিক্ষাবিষয়ক এক সম্মেলনে মালালা এ আহ্বান জানান। তারা লিঙ্গ বর্ণবাদী ব্যবস্থার মতো অপরাধকে ধর্মীয় ও সাংস্কৃতিক যুক্তিতে আড়াল করে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
তাই আন্তর্জাতিক আইনের আওতায় এই লিঙ্গ বর্ণবাদী শাসন ব্যবস্থাকে অপরাধ হিসাবে গণ্য করানোর জন্য সমর্থন দেয়া এবং নারীদের শিক্ষা ও অধিকারে আফগানিস্তানের তালেবানের বাধার বিরুদ্ধে কথা বলার জন্য মুসলিম নেতাদের আহ্বান জানান মালালা।