ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন জঙ্গলমিয়া রাস্তার মাথা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-৭, ফেনী ক্যাম্প, অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামী আমির হোসেন প্রকাশ সুমন (২৬) নামের একজনকে গ্রেফতার করেছে। আটককৃতের কাছ থেকে ১টি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর সিপিসি-১, ফেনী থেকে জানা যায়, রবিবার (১২ জানুয়ারি) এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আসামী আমির হোসেন@সুমন কে গ্রেফতার করা হয়, যার বিরুদ্ধে ফেনী সদর থানায় অপহরণ মামলা অভিযোগ রয়েছে।
জানা যায়, গ্রেফতারকৃত আসামী ফেনী সদর থানার কেস নম্বর ৪৭ (২৬ এপ্রিল ২০২৪) এর আওতায়, মহিলা ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন ২০০০ সংশোধনী ২০২০ এর ধারা ৭/৩০ অনুযায়ী অভিযুক্ত। গ্রেফতারকৃত আসামীকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এটি র্যাব-৭, ফেনী ক্যাম্পের অপারেশন কমান্ডার এএসপি রাবিউল হাসান সরকার এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানান, অভিযান পরিচালনা করে আমির হোসেন প্রকাশ সুমন নামীয় একজন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।