চট্টগ্রামের মিরসরাইয়ে খান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পত্রিকার হকার, তৃতীয় লিঙ্গের মানুষ, অসহায় দুস্থসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র ও উপহার বিতরণ করা হয়েছে। শনিবার ( ১১ জানুয়ারী) বিকাল ৩ টায় উপজেলার বারিয়ারহাট পৌরসদরস্থ খান সিটি সেন্টারে এফ আই কে প্রোপার্টিজ ডেভেলপমেন্টের সৌজন্যে মানবিক সাহায্য ও সহযোগীতার অংশ হিসাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা সংযুক্ত আরব আমিরাত’ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম খান, সিআইপি।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম খান বলেন, ‘‘আমার রাজনীতি করার কোনো ইচ্ছা নেই। আমি রাজনীতির জন্য কাজ করি না, বরং মানুষের সেবা করার জন্য কাজ করতে চাই।’’ তিনি বলেন, ‘‘আমার একমাত্র উদ্দেশ্য হলো দেশের মানুষের কল্যাণে কাজ করা এবং সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করা। মানুষের পাশে দাঁড়িয়ে, তাদের সুখ-দুঃখে অংশগ্রহণ করেই আমি জীবন কাটাতে চাই। আমি বিশ্বাস করি, শুধুমাত্র জনসেবা করার মাধ্যমে আমি সত্যিকারের সফলতা অর্জন করতে পারব।’’
ফখরুল ইসলাম খান আরো বলেন, ‘‘আমার কাজের মূল লক্ষ্য হলো মানুষের জন্য কিছু ভালো কাজ করা, যাতে সমাজে পরিবর্তন আনা যায়। রাজনীতি, ক্ষমতা কিংবা কোনো পদ-পদবি আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। আমি চাই জনগণের আস্থার সঙ্গে তাদের পাশে থাকতে, যাতে তারা মনে করে, আমি তাদের জন্য কাজ করছি।’’ তিনি আরো বলেন, ‘‘আমার জীবনযাত্রার উদ্দেশ্য শুধু নিজেদের উন্নতি নয়, বরং দেশের বা সমাজের চারপাশের প্রতিটি মানুষের উন্নতি লক্ষ্যে কাজ করা।’’
প্রতিষ্ঠানটির কর্মকর্তা জিয়া উদ্দিন বাবলুর সভাপতিত্বে এবং দিন মোহাম্মদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য মাওলানা এনামুল হক, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, খান কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা জিয়াউর রহমান, মো: নোমান, মো: আলী, এডভোকেট জামসেদ আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে ৩শতাধিক সংবাদপত্রের হকার, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র এবং নগদ অর্থ বিতরণ করেন।