News Link: https://dailylalsobujbd.com/news/1PC
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডা শ্রী শ্রী ভবতারিণী কালী মন্দির থেকে প্রায় ৩ লাখ টাকার মূল্যবান মালামাল চুরি হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস স্থানীয় থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
পুলিশ ও মন্দির কমিটি জানায়, সকালে ফুলের বাগানে স্প্রে করতে গিয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস একটি টিনশেড ঘরের দরজা ভাঙা দেখতে পান। পরে তিনি মন্দিরে গিয়ে দেখতে পান, স্বর্ণের চেন, একটি মুকুট এবং অষ্টধাতুর একটি প্রতিভা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। এছাড়া সিসি ক্যামেরা এবং মন্দিরের অন্যান্য উপকরণও চুরি করা হয়েছে।
এ ঘটনার পর লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন যে, চোর এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস জানিয়েছেন, প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি হয়েছে এবং এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের জন্য অনুরোধ করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।