News Link: https://dailylalsobujbd.com/news/1Pq
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি। শুক্রবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
এতে বলা হয়, নির্বাচনের মনোনয়নপত্র প্রদান করা হবে ১৩ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং মনোনয়নপত্র গ্রহণ করা হবে ১৫ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাই ও খসড়াপ্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৬ জানুয়ারি সকাল ১১টায় এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৭ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৮ জানুয়ারি সকাল ১১টায় এবং ভোটগ্রহণ শুরু ২৫ জানুয়ারি সকাল ৯টা থেকে, চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
এতে আরও বলা হয় নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং একটি মাত্র কার্যকরী সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।