News Link: https://dailylalsobujbd.com/news/1Pi
চট্টগ্রাম শহরের পাহাড়তলী থানাধীন রেল গেইটের পশ্চিম পাশে সেন্টুর গ্যারেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বার বোতল ফেন্সিডিলসহ ফয়সাল চৌধুরী ইমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত সাড়ে বারটার দিকে এসআই রিয়াদ,এএসআই সৌমিত্রসহ একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ফয়সাল পাহাড়তলী থানার ফইল্যাতলী বাজার এলাকার দিদারের পুত্র।
এবিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, গ্রেপ্তারকৃত ফয়সাল চৌধুরীর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন।