News Link: https://dailylalsobujbd.com/news/1Ph
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ডিমের আড়তে আলোচিত ডাকাতি মামলার সরাসরি জড়িত ডাকাত দলের অন্যতম প্রধান আসামি মোহাম্মদ বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি বাবুল আজাদের নেতৃত্বে এসআই পারভেছসহ একটি চৌকস টিম বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারটার দিকে পাহাড়তলী রেল গেইট সিগনাল কলোনি হতে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত বাবুল নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার বসুরহাট জসিমের বাড়ির মৃত আবদুর রশিদের পুত্র।বর্তমানে চট্টগ্রামের পাহাড়তলীতে রেল কলোনীতে বসবাস করে আসছে।
এবিষয়ে ওসি বাবুল আজাদ বলেন, বিগত ১২ই নভেম্বর ডিমের আড়তে ডাকাতির ঘটনায় বাবুল সরাসরি জড়িত ছিল।তাকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন।