News Link: https://dailylalsobujbd.com/news/1Pg
পঞ্চগড় জেলার দেবিগঞ্জ ভোলাগঞ্জ থেকে ঢাকা গামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ১০ জানুয়ারি রাত্রি ১২:৩০ ঘটিকায় রংপুর সৈয়দপুর মহাসড়কের সিটি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পরপরই তারাগঞ্জ হাইওয়ে থানার নাইট জরুরী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা দ্রুত ঘটনাস্থল পরিষ্কার করে ইনসিডেন্ট স্পট ম্যানেজমেন্ট পরিচালনা করেন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেন।
গভীর রাতে শীতের প্রকোপের মধ্যেও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন দ্রুত শ্যামলী পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। অপর একটি বাসের ব্যবস্থা করে যাত্রীদের নিরাপদে ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি বলে জানা গেছে। তবে, কয়েকজন যাত্রী হালকা আঘাতপ্রাপ্ত হন। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।