চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে ৭নং ওয়ার্ডের পশ্চিম অলিনগর গ্রামে মিন্টু মিয়ার ৪ কক্ষবিশিষ্ট বসতঘর আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ২টি গরু ও হাঁস-মুরগি পুড়ে মারা যায়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের এবং ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত মিন্টু মিয়া অভিযোগ করেন, জায়গা নিয়ে বিরোধের জেরে আগুন লাগানো হয়েছে। মিন্টু মিয়া দাবি করেন, দীর্ঘদিন ধরে তার ভাই মিরু এবং মামাতো ভাই সুমনের সঙ্গে জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল এবং তারা তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন। তার অভিযোগ, তারা তার ঘরে আগুন লাগিয়েছে।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) আরিফুল ইসলাম জানান, মিন্টু মিয়া কিছুদিন আগে জায়গা নিয়ে অভিযোগ করলেও হুমকি দেওয়ার বিষয়টি তোলেননি। তিনি বলেন, আগুনের ঘটনায় অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন জানিয়েছেন, শুষ্ক মৌসুমে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে, যা অগ্নিকাণ্ডের কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।