News Link: https://dailylalsobujbd.com/news/1NP
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিবারেল পার্টির নেতৃত্ব ও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজ, সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে তিনি জানান, নতুন নেতা নির্বাচিত হওয়ার পরই তিনি উক্ত পদ ছাড়বেন।
ট্রুডো জানান, দীর্ঘ আলোচনা ও পারিবারিক পরামর্শের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত রাতে তিনি নিজের সন্তানদের সঙ্গে আলোচনা করে এই পদত্যাগের ঘোষণা দেন।
তিনি বলেন, “এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল, তবে পার্লামেন্টে বর্তমানে যে অচলাবস্থা চলছে এবং দেশের জন্য নতুন দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের প্রয়োজনীয়তার কারণে এ পদক্ষেপ নিতে হয়েছে।”
ট্রুডো, যিনি গত ৯ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তার এই পদত্যাগের সিদ্ধান্তে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। পার্লামেন্টের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় এবং দেশের উৎপাদনশীলতা সংকটের কারণে তিনি মনে করছেন, একটি নতুন নেতৃত্বের প্রয়োজন।
আগামী ২৪ মার্চ পর্যন্ত পার্লামেন্টের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান ট্রুডো। এই পদক্ষেপের মাধ্যমে তিনি রাজনীতির উত্তাপ কমিয়ে, নতুন উদ্যোগ নিতে চান।
প্রধানমন্ত্রীর পদত্যাগ: কে হতে পারেন ট্রুডোর উত্তরসূরি?
যেহেতু ২০ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই অনেকেই বিস্মিত হচ্ছেন, ট্রুডোর পর কে লিবারেল পার্টির নেতৃত্বে আসবেন। তার সাবেক উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কারনির নাম আলোচনায় উঠে এসেছে।
ট্রুডোর পদত্যাগের ফলে বিরোধী দলের পাশাপাশি নিজ দলের মধ্যেও নেতৃত্ব পরিবর্তনের জন্য চাপ বাড়ে। আগামী দিনে কানাডার রাজনীতি কোন দিক গ্রহণ করবে, তা এখন সবার নজরে।
ট্রুডো: দেশকে সঠিক পথে পরিচালনা করতে নতুন নেতৃত্বের প্রয়োজন
ট্রুডো আরও বলেন, "দেশের বর্তমান পরিস্থিতি ও আন্তর্জাতিক অঙ্গনে এক কঠিন সময় পার করছে কানাডা। পার্লামেন্টের অচলাবস্থা কাটিয়ে উঠতে এবং নতুনভাবে শুরু করার জন্য এই পদক্ষেপ নিতে হচ্ছে।"
২০১৫ সালে প্রথমবার প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার পর থেকে টানা ৩টি মেয়াদে দায়িত্ব পালন করে আসছেন ট্রুডো। তবে, গত কয়েক মাস ধরে রাজনৈতিক চাপের মধ্যে তার নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে পদত্যাগের সিদ্ধান্ত আসে।
ট্রুডো: পারিবারিক সহায়তা ও রাজনৈতিক দায়িত্বের মধ্যে সঠিক ভারসাম্য
কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের জন্য ট্রুডো তার পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তাঁর সফলতার পেছনে পরিবারের অমূল্য ভূমিকা ছিল, এবং সন্তানদের সঙ্গে আলোচনা করার পরেই তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হন।
কানাডায় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে: নতুন প্রধানমন্ত্রী হবে কে?
২০ অক্টোবরের মধ্যে কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই লিবারেল পার্টির নতুন নেতৃত্বের নিয়োগ এবং ট্রুডোর পদত্যাগের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।