News Link: https://dailylalsobujbd.com/news/1MQ
মাদারীপুর শিবচরের চর জানাজাত ইউনিয়নে জামান কামাল নুরুদ্দিন মোল্লার নের্তৃত্বে এক বিশাল জনসভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ জানুয়ারী) বেলা ১১ঘটিকার সময় বীর মুক্তিযোদ্ধা জনাব মোতাহার হোসেন মাস্টার এর সভাপতিত্বে ও আজমল হোসেন সেলিম খান এর উপস্থাপনায় সমাবেশ টি পবিত্র কোরান তেলোয়াতের মাধ্যমে শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর- ১(শিবচর) নির্বাচনী এলাকার বিএনপির আহবায়ক জনাব জামান কামাল নুরুদ্দিন মোল্লা ও শিবচর উপজেলা বিএনপি যুবদল নেতা, কাজী খোকনুজ্জামান, সেলিম মিয়া, ছাত্রদল নেতা জাহেদ, উপজেলা বিএনপি নেতা শাজাহান মোল্লা সাজু, শাহাদাত কমিশনার,শহিদ চেয়ারম্যান সহ আরও অন্যান্য বিএনপির অঙ্গ সংগঠন।
ঘন কুয়াশা ও কন কনে শীত উপেক্ষা করে দূর দূরান্ত থেকে সমাবেশে ছুটে আশে সর্বশ্রেণীর হাজার হাজার বিএনপির নেতা কর্মীরা।
জামান মাকাল নুরুদ্দিন মোল্লা বলেন, যে আমি আওয়ামী সরকার থাকাকালীন শিবচরে আসতে পারিনি। আমাকে বিভিন্নভাবে মামলা হামলা করে দেশে আসতে দেয়নি। আমার চার চারটি জাহাজ চট্রগ্রাম বন্দরে আটকে রাখা হয়েছে। ১০ বছর আমার শত শত কোটি টাকা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
তিনি আরও বলেন যে, ১৭ বছর পরে আজ এই প্রথম শিবচরের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক সাথে এতো নেতা কর্মী নিয়ে সমাবেশ করতে পেরেছি।
সর্বশেষ তিনি শহিদ ছাত্রজনতা পরকালের শান্তি কামনা ও শিবচরে বিএনপির সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা করে আলোচনা সমাবেশ শেষ করেন।