News Link: https://dailylalsobujbd.com/news/1MD
চট্টগ্রাম নগরীর চান্দগাও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই ইমরান ফয়সালসহ একটি চৌকস টিম তিন মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে।
সতেরই নভেম্বর চান্দগাও থানার একটি মামলা ফেনী ও নোয়াখালীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামি রাশেদুল ইসলাম, আবুল কালাম ও নীরব শীল সুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের দেখানো মতে উপস্থিত সাক্ষিদের সম্মুখে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি,ডাকাতি ও মাদকের মামলা রয়েছে।
এবিষয়ে চান্দগাও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, গোয়েন্দা রিপোর্ট ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোটরসাইকেল চোর চক্রের হোতাদের গ্রেপ্তার করা হয়েছে।আদালতের মাধ্যমে শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন।