News Link: https://dailylalsobujbd.com/news/1M5
রংপুরে যৌথ বাহিনীর পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল, ১ জানুয়ারি ২০২৫, বুধবার রাতে এই অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে রাত ৮টা সময় রংপুর সদর উপজেলার তাজহাটের পূর্ব-খাগড় পাড়ায় মোঃ আনন্দ (পিতা ও অন্যান্য বিস্তারিত অজ্ঞাত) নামে এক ব্যক্তিকে ৯০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
অপরদিকে, রাত ১০টা সময় বদরগঞ্জ উপজেলার চৌধুরীপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী মোঃ ওসমান (পিতা: শামসুল হক) কে ৯০ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন এবং একটি হিরোইন মাপার মেশিনসহ আটক করা হয়।
যৌথ বাহিনীর সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিনের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, অভিযুক্তদের বাড়ি যথাক্রমে পূর্ব-খাগড় পাড়া, তাজহাট এবং চৌধুরীপাড়া, কাজিরহাট, বদরগঞ্জ, রংপুর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।