News Link: https://dailylalsobujbd.com/news/1Lc
পিরোজপুরে বেসরকারি সংস্থা রিক সর্বজনীন স্বাস্থ্য দিবস ও প্রবীণদের স্বাস্থ্য অধিকার বিষয়ে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর ISIGOP প্রকল্পের আওতায় পিরোজপুর সদর উপজেলা হলরুমে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
এতে সভাপতিত্ব করে আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান ও সঞ্চালন করে প্রকল্প সমন্বয়কারী মইনুল আহসান মুন্না।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার মো. মতিউর রহমান, আরএমও ডা. মো. নিজামউদ্দিন, সমবায় অফিসার কামরুন্নেছা সিথী ও পরিবেশ উপ পরিচালক নিখিল চন্দ্র।
এছাড়াও বক্তব্য রাখে কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম ফিরোজ খান, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, উদীচী শিল্পী গোষ্ঠির জেলা সভাপতি খালিদ আবু, জলবায়ু এ্যাডভোকেসি ফোরামের নেতা আফজাল হুসাইন লাভলু, প্রবীণ নেতা হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন প্রবীণদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া উচিত এবং বৃদ্ধাশ্রম