রংপুর শহরের তাজহাট এলাকার কলেজপাড়ায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী আটক করেছে মোঃ লিটন (৩৫) নামের এক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৭০ পিস ইয়াবা, নগদ ১৮,০০০ টাকা এবং একটি মোবাইল ফোন।
সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) রাত ১১টার দিকে যৌথ বাহিনীর একটি দল তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মোঃ লিটন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। এই অভিযান তারই একটি অংশ।”
আটককৃত লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।