চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি হাইস গাড়ীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আরিফুল ইসলাম (২৮) এবং মোঃ জাবের প্রকাশ রানা (২৬)। তাদের কাছ থেকে ৩৯০ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ১১ লক্ষ ৭০ হাজার টাকা। গ্রেফতারকৃত দুইজনই কক্সবাজার জেলার বাসিন্দা।
এছাড়া, তাদের মাদক পরিবহনে ব্যবহৃত একটি হাইস গাড়ীও আটক করা হয়েছে (এটি TOYOTA কোম্পানীর Super GL মডেলের হাইস গাড়ী, যাহার রেজিস্ট্রেশন নং-চট্ট মেট্রো-চ-১১-৪১১৬, ইঞ্জিন নং-1TR-0013583, চেসিস নং- TRH112-5002863), যার মূল্য ৭ লক্ষ টাকা বলে থানা সূত্রে জানা যায়। এ ঘটনায় এসআই শরীফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনে আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।