নদী ও বিল বেষ্টিত সীমান্ত ঘেষা শস্য ভান্ডার খ্যাতো উত্তরের জনপদ নওগাঁ র আত্রাই উপজেলায় বিভিন্ন হাট বাজারগুলোতে শীতকালীন সবজি এখন ক্রেতাদের সাধ্যের মধ্যে। ফুলকপি মিলছে মাত্র দশ টাকায়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন হাট বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানী পুর বাজারে বেশ বড় আকারের ফুলকপি প্রতিটি মিলছে মাত্র ১০ টাকায়। এছাড়াওবাজারে আসা নতুন আলু, টমেটো, বেগুন, ছিম, মুলা,সহ শীত কালীন বেশীর ভাগ সবজি প্রতি কেজি ২০থেকে ৪০ টাকায় মিলছে ।
ফুলকপি বিক্রেতা মফিজুর রহমান বলেন, এসব ফুলকপি জেলার বদলগাছী উপজেলা থেকে পাইকারি আড়ৎ থেকে নিয়ে নছিমন ভটভটি গাড়ি করে জেলার বিভিন্ন হাট বাজার গুলোতে বিক্রি করেন।
সবজি ক্রয় করতে আসা কাপড় ব্যাবসায়ী মনোয়ার হোসেন বলেন। বর্তমান বোতলজাত সয়াবিন তেলের লুকোচুরি'র বাজারে সবজি এমন সস্তায় পাওয়ায় বেশ স্বস্তিতে গ্রামীণ জনপদের সকল শ্রেণী পেশার মানুষ।
দোকান শ্রমিক রফিকুল বলেন, ফুলকপি সু -স্বাদু একটি সবজি এটি এতো স্বস্তায় মিলছে তাই ক্রয় করতে আসলাম।
গ্রামীণ এ জনপদের প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের প্রধান কয়েকটি সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো দ্রব্য মূল্যের উর্ধগতি।
মাছ সবজি কোন কিছুর কমতি নেই উপজেলার গ্রামীণ হাট বাজারে দোকানগুলোতে। বেশ কিছু দিন আগেও বাজারে আসা শীতের আগাম সবজি পাতে তোলা যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল এই জনপদের নিম্ন আয়ের মানুষের।
গ্রামীণ জনপদের নিম্ন আয়ের মানুষের প্রধান কয়েকটি সমস্যার মধ্যে বড় একটি সমস্যা সময়ের সাথে লাগামহীন দ্রব্য মূল্যের সাথে লড়াই করা। এমন সংকটময় সময়ে সূলভ মূল্যে সবজি ক্রয় করতে পেরে বেশ উচ্ছ্বসিত বাজার করতে আসা ক্রেতারা।