News Link: https://dailylalsobujbd.com/news/1Kw
রংপুরের তাজহাট থানার এরশাদ নগর এলাকায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে মোঃ আইনুল হোসেন নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, আইনুল হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে যৌথ বাহিনী নিশ্চিত করেছে। এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে এবং এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা বাড়াবে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
এলাকার সচেতন মহল যৌথ বাহিনীর এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের আরও উদ্যোগের আহ্বান জানিয়েছে।