চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মধ্যম নাহেরপুর গ্রামের একটি বাড়ি থেকে ২টি চোরাই প্রোবক্স গাড়ীসহ মোঃ আমজাদ হোসেন পিন্টু (৩৪) নামের একজনকে আটক করে। তার পিতার নাম মৃত. মোশারফ হোসেন। শনিবার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ২৩:২০ ঘটিকার সময় ঘটনাস্থলে থাকা এই চক্রের সাথে জড়িত আরো ২/৩ জন আসামী পালিয়ে যায়। পরে এসআই (নিঃ) মোঃ আরিফ হোসেন বাদী হয়ে মামলা দাখিল করেন। মামলাটি জোরারগঞ্জ থানায় রুজু হয়েছে এবং আটককৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতারকৃত আসামী ও চোরাই গাড়ীগুলোর ব্যাপারে তদন্ত চলছে। এ বিষয়ে মামলা নং-১৭, তাং-২৮/১২/২০২৪ খ্রি. ধারা-৪১৩ পেনাল কোডে রুজু করা হয়েছে। আটককৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।