News Link: https://dailylalsobujbd.com/news/aJ
দিনাজপুরে সড়ক প্রশস্ত করার নামে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে শত শত গাছ। রাস্তায় ছায়াশীতল পরিবেশ সৃষ্টির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভ‚মিকা পালনকারী এসব বৃক্ষ নির্বিচারে নিধনে ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। তবে দিনাজপুর জেলা পরিষদের প্রতিনিধিরা বলছেন- সড়ক প্রশস্ত করতে সরকারি নিয়ম মেনেই এসব গাছ কাটা হচ্ছে।
দিনাজপুর থেকে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সড়কের ৮টি স্থানে সড়ক প্রশস্ত করার নামে কেটে ফেলা হচ্ছে শত শত গাছ। ছায়াশীতল পরিবেশ দানকারী এসব গাছ নির্বিচারে কেটে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মানুষ।
বোচাগঞ্জের সমাজকর্মী মাহবুব আলম বলেন, দিনাজপুর-সেতাবগঞ্জ সড়কে প্রায় ৫০ বছর আগে লাগানো শত শত গাছ কেটে ফেলা হচ্ছে।
তিনি বলেন, সড়ক প্রশস্ত করা হোক-তাতে আমাদের কোনো আপত্তি নেই। রাস্তা প্রশস্ত করা হবে দু’দিকে ৩ ফুট করে। কিন্তু রাস্তা থেকে ১০ ফুট দূরের গাছগুলোও কেটে ফেলা হচ্ছে। মাহবুব আলম বলেন, চলমান তাপপ্রবাহ ও প্রকৃতির যে অবস্থা, এই অবস্থায় গাছগুলো নির্বিচারে কেটে ফেলে আরও একটি দুরবস্থার সৃষ্টি করছে দিনাজপুর জেলা পরিষদ। তিনি অবিলম্বে গাছ কাটা বন্ধ করে পরিবেশ রক্ষার দাবি জানান।
দিনাজপুর জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ৮টি বাজারে রাস্তা সম্প্রসারণের জন্য সড়ক বিভাগের চাহিদা অনুযায়ী ৮টি লটে ২৯ লাখ ৫৬ হাজার ৯৩৮ টাকায় টেন্ডারের মাধ্যমে ৩৪০টি গাছ বিক্রি করা হয়েছে।
দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহনেওয়াজ বলেন, গাছগুলো জেলা পরিষদের, আর সড়কটি সড়ক ও জনপথ বিভাগের। সড়ক ও জনপথ বিভাগ সড়ক সম্প্রসারণের জন্য গাছগুলো সরিয়ে নেওয়ার কথা বলায় জরিপ করেই কাটা হচ্ছে এসব গাছ। তবে সরকারি প্রক্রিয়া মেনেই টেন্ডারের মাধ্যমে গাছগুলো কাটা হচ্ছে।
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী রইসউদ্দীন জানান, দিনাজপুর-সেতাবগঞ্জ সড়কে ৮টি বাজারে সড়ক সম্প্রসারণ করা হচ্ছে। এই সড়কটির প্রশস্ত রয়েছে ১৮ ফুট। আর বাজারগুলোতে এই সড়কের প্রশস্ত করা হবে ২৪ ফুট। তাই ৮টি বাজারের সড়কের দু’পাশে ৩ ফুট করে মোট ৬ ফুট প্রশস্ত করা হবে।