চট্টগ্রাম নগরীর আকবর শাহ্ থানাধীন মিরপুর আবাসিক বড় গ্যাস লাইন এলাকার জঙ্গল সলিমপুরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র, কার্তুজসহ পাঁচজন পেশাদার ডাকাতকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এসআই সাজ্জাদ, এএসআই রাশেদুলসহ টহল টিম দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় গেলে উপস্থিত স্থানীয় সাক্ষিদের সম্মুখে অস্ত্র, কার্তুজ জব্দ করে তাদের আটক করা হয়। তারা হলেন, আবদুল হামিদ, রবিউল ইসলাম, মো;ইউসুফ, গোলাম রব্বানী ও সুমন।
এবিষয়ে আকবর শাহ্ থানার ওসি রোজিনা খাতুন দৈনিক লাল সবুজ বাংলাদেশ’কে বলেন,আটককৃতরা সংঘবদ্ধ ডাকাত, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরপূর্বক আইনিপ্রকিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।