News Link: https://dailylalsobujbd.com/news/1HE
রংপুরের হারাগাছ এলাকার কাজীপাড়া (কসাইটারি) থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মোঃ বুলবুল নামের এক ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃত ব্যক্তি মৃত আঃ হাকিমের পুত্র। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে যৌথ বাহিনীর সদস্যরা জানিয়েছেন।
অভিযানের সময় বুলবুলের কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল, ৬১টি মোবাইল সিম, দুটি মোবাইল সেট এবং ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ফুয়েল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য বিক্রি ও সেবন সংক্রান্ত তার কার্যক্রম সম্পর্কে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর সদস্যরা জানান, বুলবুল দীর্ঘদিন ধরে রংপুর ও আশেপাশের এলাকায় ফেনসিডিল সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
অভিযানের নেতৃত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করার প্রচেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে বুলবুলকে আদালতে প্রেরণ করা হবে।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে যৌথ বাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আসবে এবং এলাকার যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে।