News Link: https://dailylalsobujbd.com/news/1HB
চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকা থেকে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টায় জঙ্গল ছলিমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আব্দুল হামিদ (২৩), মো. রবিউল ইসলাম (২৮), মো. ইউসুফ (২৫), গোলাম রব্বানী (২৫) ও মো. সুমন (৩৫)। পলাতক আসামিরা হলো-মো. এরশাদ হোসেন প্রকাশ এরশাদ (৩৫), মো. তারেক আকবর (২০), মো. সম্রাট (২০) ও মো. খোকন (২৮)।
বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজিনা খাতুন জানান, আকবরশাহ্ থানাধীন লতিফপুর সোনা মিয়া রেলগেট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ১০/১২ জনের একটি ডাকাতদল অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে দিবাগত রাত পৌনে ৩টায় জঙ্গল ছলিমপুর এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৫ জনকে গ্রেফতার করা হয়। বাকিরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় গ্রেফতার আব্দুল হামিদের পকেট থেকে ৭ রাউন্ড রাবার বুলেট, রবিউলের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, ইউসুফ, গোলাম রব্বানী ও সুমনের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, গ্রেফতার ও পলাতক আসামিরা মীরপুর আবাসিক এলাকার বাসা-বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তারা পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে শাপলা আবাসিক এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন বাসা ও পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।