News Link: https://dailylalsobujbd.com/news/1Hz
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে যৌতুকের মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই আসামী হলেন মো. জসিম উদ্দিন (২৮)। মঙ্গলবার রাত আড়াইটায় চান্দগাঁও থানা এলাকা হামিদচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, রাত আড়াইটায় অভিযান চালিয়ে আসামির ভাড়া বাসা থেকে জসিম উদ্দীনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (যৌতুকের মামলা) একটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার জসিম উদ্দীন খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা এলাকার মৃত মো. বাদশা মিয়ার ছেলে। তিনি বর্তমানে চান্দগাঁও থানা এলাকা হামিদচর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।