News Link: https://dailylalsobujbd.com/news/1Hk
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশের অভিযানে দিদারুল আলম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যবসায়ী দিদারুল আলমের বিরুদ্ধে প্রতারনা,জাল জালিয়াতি ও হুমকি দেয়ায় প্রতারনা মামলা রুজু করেন ভুক্তভোগী ফাতেমা জোহরা।
মামলা সূত্রে জানা যায়, দিদারুল আলম ব্যবসার উদ্দেশ্যে পর্যায়ক্রমে এক কোটি চল্লিশ টাকা নগদ ও ব্যাংক একাউন্টে গ্রহন করেন।কিন্তু টাকা ফেরত না দিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করেন। বিভিন্ন রাজনৈতিক নেতাদের দিয়ে হুমকি প্রদর্শণ করেন। মানুষের সাথে সখ্যতা গড়ে তুলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করার অভিযোগ করেন দিদারুল আলমের বিরুদ্ধে। এনিয়ে সোমবার দিবাগত রাত দু্ইটার দিকে দিদারুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এবিষয়ে এসআই রবিউল বলেন, প্রতারনা ও জাল জালিয়াতি মামলায় দিদারুল আলমকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।