News Link: https://dailylalsobujbd.com/news/1GY
ফেনীর সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির তিন সদস্য করে ছয় সদস্যের ঘোষিত আহবায়ক কমিটি নিয়ে উত্তেজনা,দুপুর পর থেকে পক্ষে বিপক্ষে বিবদমান দুটি গ্রুপ আনন্দ ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন। ঘোষিত কমিটির সিনিয়র যুগ্মআহবায়ক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুর অনুসারি বিএনপির একাংশ সোমবার বিকালে উপজেলার ডাকবাংলোতে প্রতিবাদ সমাবেশ শেষে সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে সোনাগাজী জিরোপয়েন্ট শেষ করেন।
অবৈধ কমিটি আখ্যা দিয়ে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিএনপির একাংশের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন লন্ডনী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি হাসান মাহমুদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি নুরুল হুদা, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মনজুর সবুজ প্রমূখ।
এসময় তারা চট্টগ্রাম বিভাগের দায়ীত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান ও ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালকে অবাঞ্চিত ঘোষণা করেন। অপরদিকে নব ঘোষিত কমিটি স্বাগত জানিয়ে আহবায়ক, সদস্য সচিব, পৌর বিএনপির ঘোষিত কমিটির উদ্যোগে বিএনপির একাংশ আনন্দ মিছিল শেষে বিকাল চারটায় পৌর শহরের জিরোপয়েন্টে সমাবেশে ঘোষিত কমিটির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সমছুদ্দিন খোকন, পৌর বিএনপির ঘোষিত কমিটির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আযাদ চেয়ারম্যান, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম, পৌরসভা যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল হালিম ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্মআহবায়ক রফিকুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, রোববার জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলালের স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু, সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন সেন্টু এবং সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা কে করা হয়েছে। এছাড়া পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সিনিয়র যুগ্ন আহবায়ক এয়াছিন হোসেন এবং সদস্য সচিব করা হয়েছে নিজাম উদ্দিন কে। ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, এ কমিটি ভুয়া। কে বা কারা এ কমিটি অনুমোদন দিয়েছেন আমি জানিনা।