News Link: https://dailylalsobujbd.com/news/1FW
চট্টগ্রামের মিরসরাই থানার পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যের উপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে রিয়াজ কামাল (২৮) নামক একজন যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
এরআগে ১৮ ডিসেম্বর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শাহাদাত হোসেন শাকিলের উপর হামলা চালিয়ে চাঁদা দাবি করার অভিযোগে শাকিল মিরসরাই থানায় মামলা দায়ের করেন। মামলাটি নম্বর ০৬ হিসেবে রুজু করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিক রহমান গণমাধ্যমকে জানান, রিয়াজ কামাল গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে আরও অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত শুরু করা হয়েছে। শনিবার গ্রেফতারকৃত আসামীকে আদালতে আইনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাঠানো হবে বলেও জানান তিনি।