বিদেশ থেকে ফেরা সৌদি প্রবাসী নারী মনজুরা খাতুনের কাছ থেকে আত্মসাৎকৃত বিদেশি মালামাল মাত্র ছয় ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে প্রতারক সাদ্দাম হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ফেসবুকে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে মনজুরাকে নিয়ে আসে সাদ্দাম হোসেন। সোমবার (১৬ ডিসেম্বর) মনজুরা খাতুন বিমানবন্দর থেকে চট্টগ্রামের একে খান মোড়ে পৌঁছালে সাদ্দাম তার লাগেজভর্তি বিদেশি মালামাল কৌশলে নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী নারী তার সঙ্গী সাদ্দাম হোসেনের ফিরে না আসার পর তাৎক্ষনিক পাহাড়তলী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অফিসার ইনচার্জ বাবুল আজাদের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (এসআই) শাহনেওয়াজের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম গোয়েন্দা তথ্য ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতারক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকার বিদেশি মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন কুমিল্লার লাঙ্গলকোট থানার বুলুয়াপাড়া ভেন্ডার বাড়ির সিরাজ মিয়ার ছেলে।
এ বিষয়ে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ জানান, “অভিযোগ পাওয়ার মাত্র ছয় ঘণ্টার মধ্যে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করেছি। আসামিকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।”
উল্লেখ্য, দ্রুততম সময়ের মধ্যে পুলিশের এ অভিযানে প্রবাসী নারী স্বস্তি প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।