News Link: https://dailylalsobujbd.com/news/1E3
সুন্দরী প্রতিযোগিতার প্রচলন বাতিল করেছে নেদারল্যান্ডস। ইউরোপের দেশটিতে 'মিস নেদারল্যান্ডস' নামক জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতাটি আর চলবে না।
সম্প্রতি আয়োজকরা বিবৃতিতে জানিয়েছেন, সময় বদলেছে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা বদলাচ্ছি। যারা সুন্দরী প্রতিযোগিতা নিয়ে কাজ করছেন, তারা তরুণদের বিভিন্নভাবে অনুপ্রাণিত করার লক্ষ্যে নতুন উদ্যোগ চালু করেছে।
আয়োজকরা জানিয়েছেন, সুন্দরী প্রতিযোগিতার প্ল্যাটফর্মটি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা এবং ইতিবাচক গল্প ছড়িয়ে দেওয়ার জন্য একটি নতুন প্ল্যাটফর্মে রূপান্তরিত হচ্ছে।
প্রতিযোগিতার পরিচালক মনিকা ভ্যান ই বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্থান এবং সৌন্দর্যের অবাস্তব চিত্রের কারণে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
নতুন প্ল্যাটফর্ম সৃষ্টির বিষয়ে বলেছেন, আর মুকুট নয়। এবার অনুপ্রেরণা জোগায় এমন গল্প...। নতুন প্ল্যাটফর্মটির লক্ষ্য সফল নারীদের গল্পগুলো শেয়ার করা এবং অন্যান্যদের মাঝে অনুপ্রেরণা জাগানো।
তিনি জানিয়েছেন, 'অবাস্তব সৌন্দর্যের মানগুলোর সাথে লড়াই করা'ও হবে নতুন প্ল্যাটফর্মের কাজ।
ভ্যান ই বলেন, নতুন প্ল্যাটফর্মটি আপনার খাঁটি সত্ত্বাকে দেখানোর জায়গা। এমন একটি বিশ্ব হওয়া উচিত, যেখানে আমরা বাস্তব জীবন উদযাপন করবো।