News Link: https://dailylalsobujbd.com/news/1DS
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে স্থানীয় বিজয় মেলার আয়োজন পরিদর্শন করেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মো. তাজউদ্দীন খন্দকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. ফজিলা খাতুন, তথ্যসেবা কর্মকর্তা মাহফুজা পারভীন, সমাজসেবা কর্মকর্তা মানিক রায় এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াহাব। এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।
বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত বিজয় মেলায় দেশীয় ঐতিহ্য, মুক্তিযুদ্ধের গৌরবগাথা এবং সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। উপস্থিত কর্মকর্তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের প্রশংসা করেন।
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে জাতির বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতা রক্ষায় নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সাদুল্লাপুরে বিজয়ের এই উদযাপন নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।