News Link: https://dailylalsobujbd.com/news/1Dv
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার চাদঁপুর জেলার শাহরাস্তি থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করা রোববার পুলিশ জানায়। এসময় অপহরণের অভিযোগে মাহমুদুল ইসলাম মিরাজকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মাহমুদুল ইসলাম মিরাজ চাদঁপুর জেলার শাহরাস্তি থানার আব্দুস সাত্তারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, চান্দগাঁও থানা এলাকা থেকে এক শিশুকে অপহরণের পর চাদঁপুর জেলার শাহরাস্তি থানা এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের অভিযোগে মাহমুদুল ইসলাম মিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।