News Link: https://dailylalsobujbd.com/news/1Bz
চলমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এক দিনের আন্তর্জাতিক ম্যাচের দ্বিতীয়টিতেও হেরেছে টাইগাররা। এ নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম। গত ১০ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ওডিআই খেলতে মাঠে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৪৫.৫ ওভারেই ২২৭ রান করে সব উইকেট হারায় টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ, ৪৬ রান করেন তানজিদ তামিম এবং ৪৫ রান করেন তানজিম সাকিব। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন জাইডেন সিলস।
জবাবে ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং এর ঝড়োয়া ব্যাটিং একাই রুখে দেয় টাইগার বোলারদের। এভিন লুইসের ৪৯ রান এবং কার্থির ৪৭ রানেই মাত্র ৩৬.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌছে যায় ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের হয়ে একটি করে উইকেট নেন নাহিদ, আফিফ ও রিশাদ। আগামী ১৬ই ডিসেম্বর হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে টাইগাররা।