News Link: https://dailylalsobujbd.com/news/1Br
বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা সম্প্রতি তার প্রেম, জীবন এবং আত্মবিশ্বাস নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা শেয়ার করেন। তার বলা কথাগুলো ছিল যেমন গভীর, তেমনি রসবোধে ভরা। যা দর্শকদের যারপরনাই আনন্দিত করেছে। শো-তে কপিল শর্মার মজাদার প্রশ্নে প্রেমের বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার সময় রেখা বলেন, ‘সঠিক মানুষ হলে একবার প্রেমই যথেষ্ট। কতবার এবং কত মানুষের সঙ্গে প্রেম করবেন?’ তার এই মন্তব্যে উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন।
রেখা আত্মপ্রেমের ওপর বিশেষ জোর দিয়ে বলেন, আমার অভিজ্ঞতা বলে, আমি প্রথমে নিজের প্রতি ভালোবাসা অনুভব করি। আমি আমার কাজ, বন্ধুবান্ধব, প্রকৃতি এবং গোটা দুনিয়ার প্রতি ভালোবাসা রাখি। তবে নিজের প্রতি ভালোবাসাই সবচেয়ে বেশি। তার এই বক্তব্য জীবনের প্রতি ইতিবাচক মনোভাবের প্রতিফলন ঘটায়। রেখার সহজ-সরল অথচ গভীর কথাগুলো কেবল প্রেম নয়, বরং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে অনুপ্রেরণা দেয়। তার বক্তব্য আমাদের শিখিয়ে দেয় যে নিজের প্রতি ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় শক্তি।
শো-এর আরেক সদস্য আর্চনা পুরাণ সিং রেখার সঙ্গে নিজের স্মৃতিচারণ করে বলেন, যখন আমি রেখাজির ‘সাওন ভাদো’ দেখেছিলাম, তখন আমি ছোট্ট মেয়ে। তখন মুম্বাই যাওয়া বা ওনার সঙ্গে দেখা করার কোনো আশাই ছিল না। পরে ‘লড়াই’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তিনি আমাকে মেকআপ এবং নকল পলক লাগানোর পরামর্শ দিয়েছিলেন।