News Link: https://dailylalsobujbd.com/news/1B9
কুয়াশাচ্ছন্ন-উত্তরের সীমান্ত ঘেষা জেলা নওগাঁর আত্রাই উপজেলায় শীতের হিমেল হাওয়ায় কমেছে তাপমাত্রার পারদ জেঁকে বসেছে শীত।ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলা গুলোর মধ্যে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গত দুদিন আগে। বইছে শীতের হিমেল হাওয়া। কুয়াশাচ্ছন্ন দিনভর হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেশ। শেষ রাতে ও সকাল এবং সন্ধ্যায় তীব্রতা বেড়েছে বেশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে কুয়াশা আর শীতের তীব্রতা। দেখা মেলেনি সূর্যের. কুয়াশা মোড়ানো দিনভর ছিল স্কুল পড়ুয়া কোমল মতি শিক্ষার্থী সহ প্রান্তিক এই জনপদের খেটে খাওয়া শ্রমিক দিনমজুর দের জন্য বেশ ভোগান্তির ।
প্রকৃতির পরিবর্তনে শরৎকে বিদায় দিয়ে হেমন্ত বরণে করে অগ্রহায়ণী তেই পৌষের শীত। রাতের শেষে কুয়াশার মধ্য দিয়ে জেঁকে বসেছে শীত; ষড়ঋতুর দেশ প্রিয় বাংলাদেশে এক-একটি ঋতুর আছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। এর আগে শনিবার সকাল নয়টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।