চট্টগ্রামের মিরসরাইয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক টাস্কফোর্স কমিটির একটি আলোচনা সভা রবিবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মাহফুজা জেরিন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ এবং গ্রাম পুলিশরা। সভায় নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ, নাগরিক সেবা আরও উন্নত করার লক্ষ্য নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন সভায় বলেন, "নাগরিকদের সঠিক তথ্য সংগ্রহ এবং নিবন্ধন প্রক্রিয়া কার্যকরীভাবে পরিচালনার মাধ্যমে সরকারের সেবার মান বাড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে।"
সভায় উপস্থিত কর্মকর্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থার উন্নতি, ডিজিটাল পদ্ধতিতে কাজের গতি বাড়ানো এবং গ্রামাঞ্চলে সেবা পৌঁছানোর জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।