News Link: https://dailylalsobujbd.com/news/1Ao
চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানার বিজয়নগর এলাকা থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে ওই এলাকার কবিরের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ঘটনার পর থেকে স্বামী পালিয়ে রয়েছে। ওই নারীর নাম নাসিমা আক্তার। তিনি একই এলাকার মৃত মো. শরীফের মেয়ে। রোববারও তার স্বামীকে পাওয়া যায়নি। পুলিশের ধারণা, স্বামীই তাকে খুন করে পালিয়েছেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নাসিমা আক্তার ১৫ নম্বর ঘাট এলাকায় ফেরি করে পান-সিগারেট বিক্রি করতেন। তার আয়ের টাকাতেই সংসারের খরচের যোগান হতো। গতকাল দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ওই নারীকে হত্যা করা হয়েছে। মরদেহটিও অনেকদিন আগের, প্রায় গলিত। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।