News Link: https://dailylalsobujbd.com/news/1Al
হাড্ডাহাড্ডী লড়াইয়ের মাঝে জুড বেলিংহামের ঝলকানিতে জিরোনাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে একটি করে গোল করেন জুড বেলিংহাম, আর্দা গুলার ও কিলিয়ান এম্বাপে।
সিজনের শুরুতে ধুকতে থাকা দল নিয়ে যাত্রা করে এখন শিরোপা লড়াইয়ে প্রতিদ্বন্ধীতা করছে রিয়াল। ইঞ্জুরিতে জরাজীর্ণ দলকে সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছে কোচ কার্লো আনচেলোত্তি। ম্যাচ শেষে কনফারেন্সে তিনি বলেন, "শুরুতে আমাদের গভীর মনোযোগ দিতে হয়েছে, কারণ প্রতিপক্ষ অত্যন্ত আক্রমণাত্মক এবং চাপযুক্ত কৌশল নিয়ে খেলার চেষ্টা করেছিল। আমরা আক্রমণাত্মক খেলায় সাফল্য অর্জন করেছি এবং প্রাথমিক সুবিধাটিকে সুচারুভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছি। বেলিংহামের অসাধারণ গোলটি দলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, যা আমাদের কৌশল এবং পরিকল্পনায় আরও স্বচ্ছতা ও সৃজনশীলতা এনেছে। দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্স ছিল অত্যন্ত সংগঠিত এবং কার্যকর। চলমান চোটের সমস্যাগুলো মোকাবিলা করেও আমাদের এগিয়ে যেতে হবে, কারণ এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে আমরা ধাপে ধাপে আরও শক্তিশালী এবং ধারাবাহিক হয়ে উঠব"।
এ নিয়ে ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে কার্লো আনচেলোত্তি বাহিনী। পরবর্তী ম্যাচে জয় পেলেই এফ সি বার্সেলোনাকে টপকে লীগ টেবিলের শীর্ষস্থানে উঠে আসবে তারা। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার ৩৮ পয়েন্ট রয়েছে এক ম্যাচ বেশি খেলে।