News Link: https://dailylalsobujbd.com/news/1A7
দৃষ্টি প্রতিবন্ধিদের কল্যাণে অর্থ সংগ্রহের লক্ষে আগামী ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধি কল্যাণ সংস্থা চট্টগ্রাম বিভাগের উদ্যোগে কুঠির শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। মিরসরাই সদরস্থ ষ্টেডিয়ামের গ্যালারী নির্মাণসহ চলমান উন্নয়ন কাজের জন্য খেলাধুলা সাময়িকভাবে বন্ধ থাকায় উক্ত মাঠে মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসকের অনুমতিক্রমে উক্ত মেলায় দেশীয় নানা পন্যের কুঠির শিল্প, তাঁত পণ্য, শিশু বিনোদনসহ শিক্ষনীয় বিভিন্ন উপকরণের সমন্বয় করা হবে। অনুমতি বিষয়ে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ও জেলা পুলিশ সুপারকে অবহিতও করা হয়েছে বলে জানা যায়।
মেলাকে সফল ও সার্থক করতে সংস্থার সভাপতি মোশাররফ হোসেন মাসুদসহ অন্যান্য আয়োজক কর্মকর্তাবৃন্দ এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন।