শীত আসলেই মিরসরাই উপজেলার সাইবেনীখিল রুপাইধন ত্রিপুরা পাড়ার শিশুদের জন্য শীতবস্ত্রের অভাব প্রকট হয়ে ওঠে। তাদের এই অভাব মেটাতে এগিয়ে এসেছে চাইল্ড কেয়ার বাংলাদেশ নামক একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (৬ ডিসেম্বর) সাইবেনীখিল রুপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়ে ৫০টিরও বেশি শিশুকে শীতবস্ত্র প্রদান করেছে সংগঠনটি। এতে উজ্জ্বল হয়ে উঠেছে এলাকার শীতকালীন দুঃখ-কষ্ট।
ত্রিপুরা সম্প্রদায়ের স্থানীয়রা যেমন বর্ষারানী ত্রিপুরা, চমিকা রানী ত্রিপুরা এবং শিলা ত্রিপুরা; তারা জানান, শীতের সময় এখানে প্রচণ্ড ঠাণ্ডা অনুভূত হয়, যা সহ্য করা কঠিন হয়ে পড়ে। তারা আরও বলেন, "শীতবস্ত্র পেয়ে আমরা আনন্দিত। আশা করছি, এই শীতে আমাদের কষ্ট হবে না।"
চাইল্ড কেয়ার বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা এহসান করিম ইমনের নেতৃত্বে, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক নূরের নবী, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ইমন এবং অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কো-চেয়ারম্যান তৌফিকুল ইসলাম তপু, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ বিষয়ে চাইল্ড কেয়ার বাংলাদেশ-এর কো-চেয়ারম্যান তৌফিকুল ইসলাম তপু বলেন, "আমরা মিরসরাইয়ের পাহাড়ি এলাকা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের শিশুদের সহায়তার কাজ অব্যাহত রাখবো, যাতে শীতের কষ্ট কমানো যায়।"
এছাড়াও অন্যান্য স্থানীয় কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষিকা, এবং অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।