News Link: https://dailylalsobujbd.com/news/1zj
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের সাথে চট্টগ্রাম বাস,মিনিবাস,হিউম্যান হলার, অটোটেম্পু, সিএনজি বেবিট্যাক্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এক মতবিনিময় সভা সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। সংগঠনের দায়েরকৃত ১১ দফা দাবি নিয়ে উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার হাসিব আজিজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের আহবায়ক জাফর আহম্মদ। সদস্য সচিব নজরুল ইসলাম সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ, মো. মোখলেসুর রহমান ডিসি (সিটিএসবি ), অতিরিক্ত ডিআইজি জনাব মো. মাহবুব আলম খান, ডিসি ( ট্রাফিক ) দক্ষিণ জয়নাল আবেদিন, ডিসি (ট্রাফিক) উত্তর অতিরিক্ত ডিআইজি জনাব নিষ্কৃতি চাকমা, ডিসি ( ট্রাফিক )পশ্চিম আগ্রাবাদ মোহাম্মদ সালাম কবির, ডিসি (পরিবহন), অতিরিক্ত ডিআইজিসহ মেট্রোপলিটন পুলিশের অন্যান্য অফিসার গন।
এ সময় পুলিশ কমিশনার বরাবর নগরীরতে পরিবহনে নো পার্কিং মামলা এবং বিভিন্ন মামলায় চালক মালিকরা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা তুলে ধরা হয়। একই সাথে অস্বাভাবিক হারে ডাবল জরিমানা আদায়ের পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি নগরীতে অবৈধ গাড়ি বন্ধ এক রোডের গাড়ি অন্য রোডের চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া, যত্রতত্রে গাড়ি দাঁড় করিয়ে মামলা দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া আরটিসি কমিটি অনুমোদিত নির্ধারিত রোডের সীমানা অতিক্রম করে চলাচলরত গাড়িগুলোর বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা গ্রহণে কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়। অন্যদিকে নগরীতে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা এবং শহরের প্রবেশ মুখগুলোতে বড় গাড়ির জন্য একাধিক টার্মিনালের প্রয়োজন বলে পুলিশ কমিশনার বরাবর দাবি উত্থাপন করা হয়। আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মো নাজিম উদ্দিন, শহিদুল ইসলাম শমু, তরুন দাশ গুপ্ত ভানু, বদিউল আলম মজুমদার বাদল, মো একরাম শেখ, মো কলিমউল্লাহ, এনায়েতুর রহমান, মো ইউনুস খান, মো মোতাহের হোসেন, আব্দুল ওয়াহাব বাবুল, তানভির আহম্মেদ, মো নুরুল ইসলাম, মো সাবের আহম্মেদ টারজেন, মো সেলিম, ফারুক হোসেন, শাহ আলম হাওলাদার, রেজাউল খান, সিরাজুদৌলা নিপু, রাশেদুল ইসলাম , রিটন মহাজন, রহুল আমিন মাষ্টার, মো হাসমত আলি, মো নাজিমুদ্দিন, শরিফুল ইসলাম, মো ইব্রাহিম হোসেন, মো বেলাল হোসেন, শহিদুল ইসলাম, এজাহের মিয়া, মো হেলাল উদ্দিন মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।