News Link: https://dailylalsobujbd.com/news/1yq
চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ২৭তম ব্যাচের উদ্যোগে এবং স্কুল অল্টারনেটিভের সৌজন্যে পঞ্চমবারের মতো জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম নগরের ইডেন প্যালেস কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ জমকালো আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন।
গণমাধ্যমের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন পিসিআইইউর উপাচার্য অধ্যাপক ড. নূরুল আনোয়ার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “গণমাধ্যম সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উৎসব শিক্ষার্থীদের গণমাধ্যম সম্পর্কে গভীর ধারণা ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে।”
উৎসবের অংশ হিসেবে সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আয়োজন করা হয় ক্যারিয়ার টক সেশন। এতে বক্তব্য রাখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, এনজিও ব্যক্তিত্ব, জনসংযোগ কর্মকর্তা ও পৃষ্ঠপোষকরা।
দৈনিক সমকালের আঞ্চলিক সম্পাদক ও চট্টগ্রাম ব্যুরো প্রধান সরোয়ার সুমন সেশনে বলেন, “একসঙ্গে কাজ করে আমরা সাংবাদিকতার নতুন উচ্চতায় পৌঁছাতে পারি। সমস্যাগুলো তুলে ধরে সমাধানের পথ খুঁজে মানুষের সঙ্গে মানুষের সংযোগ স্থাপন করাই আমাদের লক্ষ্য।” এ সময় তিনি পিসিআইইউর সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থীকে সমকালের কন্ট্রিবিউটর হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার ঘোষণা দেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, “জার্নালিজম ফেস্ট শুধু একটি ইভেন্ট নয়; এটি সাংবাদিকতা, যোগাযোগ ও জনসংযোগের মধ্যে সেতুবন্ধন গড়ার একটি প্ল্যাটফর্ম।”
ইপসার সহকারী পরিচালক মোহাম্মদ আলি শাহিন বলেন, “এ ধরনের উৎসব আমাদের মধ্যে নেটওয়ার্কিং বাড়াতে সহায়তা করে এবং এটি নিঃসন্দেহে একটি দারুণ উদ্যোগ। একসঙ্গে কাজ করে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি।”
অনুষ্ঠানে পিসিআইইউর সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জুয়েল দাশ বলেন, “জার্নালিজম ফেস্ট বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে।”
অন্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার, সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল, প্রভাষক আকিব–উল ওয়াদুদ আলম ও সহকারী প্রক্টর তাসলিমা আক্তার ইরিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির লেকচারার ইয়াসির সিলমি, আর্টের চেয়ারম্যান মামুন চৌধুরী, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আরিফ, বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বিপ্লব, আরডিএম গ্রুপের চেয়ারম্যান রাকিবুল আলম চৌধুরী এবং এসপাইরিং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সাদাত রহমান চৌধুরী।
স্কুল অল্টারনেটিভ ও সমগ্র বাংলাদেশ এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল। অনুষ্ঠানে স্কুল অল্টারনেটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আলাম ঘোষণা দেন যে পিসিআইইউর শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য শতভাগ ফ্রি কনসালটেন্সি ফি সুবিধা পাবেন।
ফ্যাশন ব্র্যান্ড আর্ট, ডেলটা ইমিগ্রেশন, তুবা ইন্টারন্যাশনাল ট্রেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান এই আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক ছিল।
দিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অতিথিদের ক্রেস্ট প্রদান করে উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।