News Link: https://dailylalsobujbd.com/news/1y3
চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামী মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সভায় পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান বাহিনীর হামলার প্রতিবাদে এবং দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার (৩০ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভা এলাকার থানা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়৷
উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বনফুল সুইটসের সামনে গিয়ে সমাবেশ করে। এ সময় তারা কামরুল হাসানকে সন্ত্রাসী দাবি করে গ্রেফতারের দাবিতে নেতা-কর্মীরা স্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবীর, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি সাজিদ চৌধুরী, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ৷