News Link: https://dailylalsobujbd.com/news/9y
দিনাজপুরের পার্বতীপুরে মন্দির থেকে রাধাকৃষ্ণের চার জোড়া ধাতব মূর্তি, স্বর্ণালংকার ও কাঁসা-পিতলের মূল্যবান তৈজসপত্র চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ মে) দিবাগত রাতের কোন এক সময় পার্বতীপুর শহরের ইব্রাহিম নগর মহল্লার হরিজনপল্লীর রাজকুমার বাসফোর প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে চুরির এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শহরের ইব্রাহিমনগর মহল্লার শরিফুল ইসলামের ছেলে মো. সুজনকে (২৫) গ্রেপ্তার করেছে।
জানা গেছে, আজ শুক্রবার ভোরের দিকে প্রতিদিনের মতো মন্দির পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে রাজকুমার বাসফোর পরিবারের গৃহবধু পুজা বাসফোর (৩২) মন্দিরের মূল দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এ সময় মন্দিরের মূর্তি ও স্বর্ণালংকার চুরির বিষয়টি জানতে পারেন। পরে বিষয়টি পার্বতীপুর রেল থানাকে জানানো হয়। সকালে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আযমের নেতৃত্বে পুলিশের উপ-পরিদর্শক সাজিদ হাসানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাজকুমার বাসফোরের ছেলে রুবেল বাসঁফোর বলেন, মন্দিরে তালা ভেঙে চোরেরা এক ফিট উচ্চতার রাধাকৃষ্ণের চার জোড়া ধাতব মূর্তি, গলার স্বর্ণের চেইন, লকেট, দুই জোড়া কানের দুল ও স্বর্ণের বাশিঁসহ প্রায় দেড় ভরি স্বর্ণালংকার ও মন্দিরের পূজায় ব্যবহৃত কাঁসা-পিতলের মূল্যবান তৈজসপত্র চুরি করে নিয়ে গেছে। দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে এ মন্দিরে পূজা অর্চনা করে আসছি। মন্দিরে নিত্য পূজা অনুষ্ঠিত হয়। চুরির ঘটনায় আজ শুক্রবার দুপুরে পার্বতীপুর রেল থানায় লিখিত অভিযোগ করেছি।
পার্বতীপুর রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম বলেন, মন্দিরে চুরির ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য উপাত্ত যাচাই করে পরবর্তীতে এ ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।