বাংলাদেশের দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় আলু ও পেঁয়াজের আমদানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে, তারা বাংলাদেশের জন্য আর আলু ও পেঁয়াজ রপ্তানি করবে না। এর ফলে হিলি বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি হয়নি, যদিও আগের বুকিং করা দুই ট্রাক আলু এসে পৌঁছেছে।
বর্তমানে আলুর দাম বন্দর এলাকায় প্রতি কেজি ৭০ টাকা, যা একদিনে ১০ টাকা বেড়েছে, তবে পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এলসি খুলেও আলু-পেঁয়াজ আমদানি করতে না পারায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এদিকে, ভারতের পক্ষ থেকে সৃষ্ট সমস্যার সমাধানে মঙ্গলবার কলকাতায় ব্যবসায়ীদের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে পরিস্থিতির উন্নতির আশা করছেন ব্যবসায়ীরা।
হিলি বন্দর আমদানিকারক এস এম রেজা বিপুল জানান, তারা পূর্বে যে এলসি খুলেছেন, তাতে রপ্তানি কার্যক্রম চালু রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ জানাচ্ছেন।