News Link: https://dailylalsobujbd.com/news/1vW
আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে ফেরার উদ্দেশ্যেই তিনি সেখানে অবস্থান করছিলেন বলে ইসকনের এক কর্মকর্তা জানান।
এদিকে তাকে আটকের খবর চট্টগ্রামে এসে পৌঁছলে কোতোয়ালী থানাধীন চেরাগীর মোড়ে সনাতনীরা বিক্ষোভ করেন। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখাকালে শত শত সনাতনী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি নিয়ে বিক্ষোভ করেন।
জানা গেছে, ইসকন নেতা চিন্ময় ব্রহ্মচারীর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে নগরের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হতে পারে বলে জানা যায়। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি ‘চিন্ময় প্রভু’ নামে পরিচিত। এছাড়া তিনি পুণ্ডরীক ধামের অধ্যক্ষ।
তাকে আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সাদা পোশাকে কিছু লোক সাদা একটি গাড়িতে তুলে নেয় বলে অভিযোগ করেন তাঁর ব্যক্তিগত সহকারী আদিত্য দাশ।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ব্যক্তিগত সহকারী আদিত্য দাশ বলেন, গাড়ি থেকে এয়ারপোর্টে নামার পর বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে কয়েকজন লোক এসে ডিবি পরিচয়ে ‘স্যারের সঙ্গে কথা আছে’ বলে একটি গাড়িতে তুলে নেয়। ঢাকা থেকে বিকেল ৫টা ৩৫ মিনিটে নভোএয়ারে চট্টগ্রাম ফেরার কথা ছিলো আমাদের এমনটি বলেছেন তিনি।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, পুলিশের একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে ডিবি গ্রেপ্তার করেছে। যারা আবেদন করেছে, তাদের কাছে তাঁকে হস্তান্তর করা হবে বলেও গণমাধ্যমকে জানান তিনি।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, এ গ্রেপ্তারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা অনতিবিলম্বে চিন্ময় কৃষ্ণ চন্দ্র দাস ব্রহ্মচারীকে মুক্তি দেওয়ার দাবি জানান।