News Link: https://dailylalsobujbd.com/news/1uT
রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে করে সকাল ১১টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে দুপুর ২টার দিকে স্থানীয় বিএনপি নেতকার্মীরা বিক্ষোভকারীদের ধাওয়া দিলে ওই এলাকা থেকে সরে গিয়ে অন্যত্র অবস্থান নেন তারা।
কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানিয়েছেন, ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা জুরাইন এলাকায় সকাল ১১টা থেকে রেললাইন দখল করে অবরোধ শুরু করেন।
এতে করে ১১টা থেকে ওই লাইনে কোনো ট্রেন চলাচল করতে পারেনি। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবুজসংকেত না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।
শ্যামপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নাজমুন নাহার বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকরা জুরাইন এলাকায় রেললাইন দখল করে অবরোধ কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার মহাখালী রেলগেট এলাকায় অটোরিকশাচালকদের অবরোধে সোয়া ছয় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েন রেলযাত্রীরা।